শিবগঞ্জে প্রাসাদের মালিক ঋণ খেলাপি মামলায় গ্রেফতার

0
331

খবর৭১: এম এম আতাউর রহমান,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে আলোচিত দেউলী ইউনিয়ন সরকার পাড়া নিজ গ্রামে এক একর জমিতে ১০ বছর ধরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রাসাদের মালিক শিল্পপতি সাখাওয়াত হোসেন টুটুল ঋৃণ খেলাপির মামলায় গ্রেফতার হয়েছেন। গত সোমবার একটি ব্যাংকের ঋৃণখেলাপির মামলায় গ্রেফতার হন তিনি। ঢাকার মতিঝিল থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি রূপালী ব্যাংক ঢাকার দিলকুশা শাখা থেকে ৯৩ কোটি টাকা ঋণ নেন। এ ঋণের টাকা কোনো কাজে ব্যয় বা ব্যাংকে পরিশোধও করেননি তিনি।
টুটুলের ঢাকার ধানমন্ডিতে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, গাজীপুরে টাটকা ফুড প্রোডাকশন ফ্যাক্টরি, এ এইচ জেড কোল্ড স্টোরেজ, ইটভাটা এবং এ এইচ জেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দুদকের কাছে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন টুটুল স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করেছেন। এর যাচাই বাছায় ও তদন্ত চলছে। এতে কোনো অসঙ্গতি পেলে তার বিরুদ্ধে এ ব্যাপারে আরো একটি মামলা হতে পারে বলে জানা গেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here