শিক্ষা বিশেষজ্ঞ হাবীবুর রহমান স্মরণে শোকসভা

0
201

খবর৭১ঃ
দেশের স্বনামখ্যাত শিক্ষা ও উন্নয়ন বিশেষজ্ঞ, প্রগতিশীল সমাজকর্মী আ.ন.স. হাবীবুর রহমান স্মরণে এক শোকসভা আগামী শনিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হবে। শোকসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। উল্লেখ্য, ১৯৫০ সালে হবিগঞ্জের বানিয়াচংয়ে জন্ম নেওয়া আ.ন.স. হাবীবুর রহমান স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের কমিউিনিটি এডুকেশন বিভাগের ভিজিটিং ফেলো’র দায়িত্বপালনসহ অসংখ্য মানুষকে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের শিক্ষা ও উন্নয়ন ট্রাস্ট গড়ে তুলেন। নব্বইয়ের দশকে বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগে শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক উপকরণ উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ঢাকা আহছানিয়া মিশন-এর উপকরণ বিভাগের প্রধানের দায়িত্বপালন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি গত ৪ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here