শিক্ষার্থীর দাবী সরকার মেনে নিয়েছেন: পুলিশ সুপার রশিদুল হক

0
759

অাসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ
দেশ জুড়ে চলমান আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, শিক্ষার্থীর দাবী সরকার মেনে নিয়েছেন। এখন আন্দোলন বন্ধ করে শিক্ষার্থীদের ক্লাস রুমে ফিরে যাওয়া উচিত। লেবু বার বার চাপলে তিরো লাগে।

রোববার (৫ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের হলরুমে এক মতবিনিময় সভায় দেশের চলমান উদ্ভুত পরিস্থিতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। ফিটনেসহীন ও বৈধ কাগজপত্র ছাড়া সমস্ত গাড়িতে মামলা দেয়া হচ্ছে। এ অভিযান ট্রাফিক সপ্তাহ শেষেও অব্যহত থাকবে। জনভোগান্তি লাঘবে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরতে আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, সড়ক দূর্ঘটনা রোধে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসম্বলীতে ট্রাফিক আইন নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দ্রুত জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করতে সড়ক জনপদ বিভাগকে নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা  প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here