শিক্ষার্থীদের ফাঁসাতে বাসে আগুন দিলেন চালক

0
245

খবর৭১ঃ বাস চাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই একটি বাসে আগুন দেওয়ার সময় এক বাস চালককে হাতেনাতে ধরে মারধর করেছেন শিক্ষার্থীরা। পরে সেই চালক পালিয়ে যাওয়ায় তাকে পুলিশে দেওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা ওই বাসগুলোর মধ্যে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন লাগতে দেখা যায়।

ঘটনাস্থলে দেখা যায়, সকাল থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালের দিকে কিছু বাস এই এলাকা দিয়ে চলাচল করতে চাইলে তারা সেগুলোকে রাস্তায় আটকে দেন। বাসগুলো সেখানেই রাখা আছে।’

শিক্ষার্থীরা বলেন, ‘ওই লোক একটি বাসের চালক। সে বাসে আগুন দিয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো বাসে কোনো ধরনের ভাঙচুরও করা হয়নি। পরে শিক্ষার্থীদেরই ওই বাসের আগুন নেভাতে দেখা যায়।’

বিইউপি শিক্ষার্থী হুমায়ুন আহমেদ রাসেল বলেন, ‘আমাদের কোনো শিক্ষার্থী বাসে আগুন দেয়নি। কোনো এক গাড়ির চালক বাসটিতে আগুন দেয়। পরে আমরা সেই চালককে ধরতে সক্ষম হই। কিন্তু পরে তিনি পালিয়ে যান।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বলেন, ‘একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কেউ একজন ম্যাচ ঠুকে গাড়িতে দেয়। তখন উপস্থিত শিক্ষার্থীরাই তা পানি দিয়ে নিভে ফেলে। তবে কে আগুন দিয়েছে সেটা জানা যায়নি।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here