শায়েস্তাগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

0
288

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার উত্তর বড়চর (এতবারপুর) এলাকায় মরাপুতার বান্নি ওরফে পেটলা বান্নিকে কেন্দ্র করে স্থানীয় টমটম চালক ভাড়া ৫ টাকার স্থলে ১০টাকা করায় গৌরাঙ্গের চক গ্রামের টমটম চালকের সঙ্গে জামতলী গ্রামের চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এরই জের ধরে রবিবার উভয় গ্রামের লোকজন লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খরর পেয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here