শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ মামলার প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর

0
293

খবর ৭১ঃরাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ তা দাখিল করেনি।

এজন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন।

গত বছরের ২০ জুলাই সকালে এ ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

এতে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হয়ে যায়। আহত হন আরও কয়েকজন শিক্ষার্থী। ঘটনার পরের দিন পুলিশের দায়িত্বপালনে বাধা এবং পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। থানার এসআই মো. মাজহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here