শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

0
246

খবর ৭১ঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ১৮ মিনিটে শাহজালালের রানওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।

তিনি জানান, চাকা ফেটে যাওয়ার ঘটনার পর থেকেই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে দূর্ঘটনাকবলিত বিমানের যাত্রী, পাইলট ও ক্রুরা অক্ষত আছেন।

ঘটনার বিবরণ দিয়ে তারিক আহমেদ বলেন, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানটি দুপুর ১২টা ১০ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।

অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় বিমানটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। এতে একটি চাকা ফেটে যায়।

এরপর রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটে যান। তারা সেখানে কাজ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here