শার্শা’র সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও নগদ অর্থ প্রদান করলেন সাংসদ 

0
320

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ৮৫ যশোর ১(শার্শার) সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন সার্বজনীন দূর্গোৎসব উপলক্ষে শার্শা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মত বিনিময় সভা ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন।

সোমবার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত এক মনোরম পরিবেশের মধ্যদিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় শেখ আফিল উদ্দিন এমপি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে বাংলাদেশ আওয়ামীলীগ কাউকে সংখালঘু মনে করে না। আমরা প্রত্যেক ধর্র্মীয় উৎসবকে সঠিকভাবে পালনের জন্য বরাবরই একই মনভাপন্নতা প্রকাশ করি। আমরা আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই। তাই, প্রত্যেক বছরের ন্যায় এবারও শার্শা উপজেলার সকল পূজা মন্ডপে যাতে শান্তিশৃঙ্খলার মাধ্যম্যে সার্বজনীন দূর্গা পূজা উদযাপিত হয় সেলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন সজাগ রয়েছে এবং থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারমান মেহেদী হাসান, শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লাল্টু মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাসমীম, বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্য তৌহিদুর রহমান, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিপদ বিশ্বাষ, সাধারন সম্পাদক বৈদ্ধনাথসহ উপজেলার ৩০টি পূজা উদযাপন মন্ডপের সভাপতি –সাধারণ সম্পাদকসহ সোনাতন ধর্মাবল্বীদের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here