শার্শার যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
334

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ”সয়াবিনযুক্ত পুষ্টিকর স্কুল লা খাও, সুস্থ্য থাকো, মেধাবী হও” এই গানে শার্শার উলাশী যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাপান-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন(জেবিসিইএ) সংস্থার আয়োজনে বাৎসরিক ”ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেবিসিইএ বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর আনিছুর রহমান এর স ালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার চেয়ারপার্সন মিসেস তোমোকো মাস্মোতো।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেবিসিইএ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সাতোমি তয়োদা, অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আলী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী, সাবেক সভাপতি আহমেদ আলী সর্দার, আমিরুল ইসলাম, বজলুর রহমান, মহালউদ্দিন, সোলাইমান, সামছুর রহমান, সেতাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান টুটুল, প্রধান শিক্ষক আবু সুফিয়ান, স্কুলমিল পরিচালনা কমিটির সদসস্য মমতাজ বেগম, শিউলি খাতুন, নজরুল ইসলাম, রাশিদা খাতুন, আমজেদ হোসেন মাষ্টার, মীর বজলুর রহমান, গোপাল চন্দ্র অধিকারী, দুখে মন্ডল, আজগর আলী, মোশারেফ হোসেন, নজরুল মাস্টার, পারমিতা মজুমদার, শাহিনা খাতুন, কোহিনুর বেগম, আফরোজ বেগম, জেবিসিইএ সংস্থার কর্মকর্তা মহাদেব বসু, শাহিনা খাতুন, আলমঙ্গীর কবির প্রমুখ।
যদুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও স্কুল শিক্ষক নজরুল ইসলাম এর পরিচালনায় স্থানীয় স্বেচ্ছাসেবীগণ, স্কুলের শিক্ষকগণ এবং স্কুল ম্যাানেজমেন্ট কমিটি ও স্কুলমিল পরিচালনা কমিটির সদস্যগণ সকল প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। মোট ২০টি ইভে›টের চুড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ৬৮ টি পুরস্কার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া, যেমন খুশী তেমন সাজো, চিত্রাংঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং বয়স্ক নারী-পুরুষদের আলাদা ইভে›টের মাধ্যমে পুরস্কৃত করা হয়। কোমলমতি ছাত্রছাত্রীদের নাচ-গান ও প্রান্তবন্ত অংশগ্রহণের ফলে গ্রামা লের এই স্কুলটির অনুষ্ঠান প্রাণের মেলাতে পরিনত হয়। স্কুলের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানে গ্রামের বাচ্চাদের অংশগ্রহণে নাচ-গান, গজল এর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন।
উল্লেখ্য, জেবিসিইএ বাংলাদেশ এবং স্থানীয় জনগনের যৌথ উদ্যোগে যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি বেজ্ড “টেকসই মডেল স্কুলমিল প্রকল্প” সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছে। স্থানীয় জনগণের ডোনেশন, ব্যবস্থাপনা এবং জেবিসিইএ সংস্থার সহযোগিতায় প্রকল্পটি “মডেল মিড ডে মিল প্রকল্প” হিসাবে অত্র এলাকায় অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here