শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তির ফল প্রকাশ

0
889

রেদোয়ান জনি, (চট্টগ্রাম) মিরসরাই:

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সংস্থার নিজস্ব ওয়েবসাইট (www.shantineer.org), ফেইসবুক আইডি (fb/shanti.neer) এবং ফেইসবুক পেইজে (fb/shantineer.org) পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রথম থেকে দশম শ্রেণির ১২১জন শিক্ষার্থী প্লাটিনাম(১), গোল্ড(৫২), সিলভার(২৮), ব্রোঞ্জ(২৮) ও স্পেশাল(১২) ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়।

শান্তিনীড়’র শিক্ষা বিষয়ক সম্পাদক মৃদুল দাশ জানান, খিলহিঙ্গুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রশ্মিতা দে প্রীতু সর্বোচ্চ ৯০.২৫ নম্বর পেয়ে একমাত্র প্লাটিনাম ক্যাটাগরিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে। প্রথম শ্রেণিতে আল-হেরা স্কুলের মেহেদী হাসান আদিব গোল্ড ক্যাটাগরি, তৃতীয় শ্রেণিতে মিরসরাই এস.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আহসান হাবীব গোল্ড ক্যাটাগরি, চতুর্থ শ্রেণিতে বারইয়ারহাট কিন্ডারগার্টেনের সৌপ্তিক মহাজন গোল্ড ক্যাটাগরিতে, পঞ্চম শ্রেণিতে বারইয়ারহাট কিন্ডারগার্টেনের বিবি আয়েশা জুঁই গোল্ড ক্যাটাগরিতে, ষষ্ঠ শ্রেণিতে সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ের সৈয়দা নাদিরা গোল্ড ক্যাটাগরিতে, সপ্তম শ্রেণিতে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের মাহবুবুল আলম ব্রোঞ্জ ক্যাটাগরিতে, অষ্টম শ্রেণিতে সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ের অর্পিতা দেবী ব্রোঞ্জ ক্যাটাগরিতে, নবম শ্রেণিতে ছাগলনাইয়া একাডেমীর শাখাওয়াত হোসেন ব্রোঞ্জ ক্যাটাগরিতে এবং দশম শ্রেণিতে বারইয়ারহাট কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের দুর্লভ নাথ উদার ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্ব-স্ব শ্রেণিতে সেরা নির্বাচিত হন।

সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল জানান, গত বছরের ২২ডিসেম্বর বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির ১৯৮৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এবার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here