শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

0
448

হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও ইফতার মাহফিল মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী। বুধবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সাবেক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলীরেজা বাবুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি সহ-সভাপতি ওলিউজ্জামান মোজা, অজিয়ার রহমান, এ্যাড. আব্দুল হাই, এসকেন্দার হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. এম ওয়াদুদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, প্রচার সম্পাদক এ্যাড.মাহাবুব মোরশেদ লালন, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আজাদ, আইনবিষয়ক সম্পাদক এ্যাড.হাওলাদার এ মান্নান, মোল্লাহাট উপজেলা বিএনপির সবাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সিনিয়ার সহ-সভাপতি নাজমুল হুদা, সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সাংগঠনিক সম্পাদক মোকাদেস হোসেন ডলার,পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম সাজ্জাত হোসাইন জেলা মহিলাদলের আহবায়িকা শাহিদা আক্তার, শিরিনা আক্তার, জেলা তাতীদলের সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন প্রপুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বরেন এই দেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।’ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় এসব কথা বলেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here