শরীয়তপুরে নানা আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
263

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে নানা আয়োজনে বেসরকারী টেলিভিশন চ্যানেল আইয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে শরীয়তপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে চ্যানেল আইয়ের শরীয়তপুর জেলা প্রতিনিধি এস.এম মজিবুর রহমানের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরে চিকন্দী ফুড পার্কে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন, চ্যানেল আই দর্শক ফোরাম, শরীয়তপুরের সভাপতি মো. হাসান খান। এসময় বক্তরা বলেন, চ্যানেল আই এদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্বকারী গণমাধ্যম। হৃদয়ে বাংলাদেশ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে আজও বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে আছে। আমরা চ্যানেল আইয়ের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এসময় শরীয়তপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ জনপ্রিনিধি, শিক্ষার্থী ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে শরীয়তপুরে চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে ও চ্যানেল আইয়ের শরীয়তপুর জেলা প্রতিনিধি এস.এম মজিবুর রহমানের নেতৃত্বে পরিবেশ বান্ধব তাল গাছ রোপন করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here