শরীয়তপুরে ছাত্রলীগের সন্ত্রাস-মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী

0
306

শরীয়তপুর প্রতিনিধি:
“মাদককে না বলুন, সন্ত্রাস মুক্ত শরীয়তপুর গড়–ন” এই শ্লোগানে সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তিময় শরীয়তপুর গড়ার লক্ষ্যে শরীয়তপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী করেছে ছাত্রলীগ। এ উপলক্ষ্যে বুধবার সকালে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সুফিয়ান আজাদ, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমির হোসেন খান, সাবেক ছাত্রনেতা জামাল ফকির, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, খন্দকার গোলাম কাইয়ুম সোহেল, জাহাঙ্গীর চৌকিদার, রাকিব বেপারী, হিরো মাদবর, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান শিকদার, শরীয়তপুর সরকারি কলেজের সভাপতি সোহাগ বেপারী, সাধারন সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারন সম্পাদক রাকিব হাসান, জাজিরা উপজেলার সভাপতি রুবেল বেপারী, সাধারন সম্পাদক হৃদয় মাদবর প্রমূখ। পরে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here