শমরিতা হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

0
250

খবর৭১ঃ রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই অভিযানে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ারের নেতৃত্বে র‍্যাব-২ ও ওষুধ প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, হাসপাতালটির অপারেশন থিয়েটারে সার্জিক্যাল বেশ কিছু জিনিসের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এছাড়া তাদের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধও মিলেছে।

তিনি বলেন, অভিযানকালে তাদের আইসিউ ও ল্যাবে মেয়াদ ছাড়া কিছু ওষুধ এবং আন-রেজিস্টার্ড কিছু ওষুধ ছিল। এসব অভিযোগে শমরিতাকে নগদ ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরআগে পরীক্ষা না করেই হাসপাতালে রোগীদের রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পান্থপথে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া দুপুরে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালকে (সাবেক গ্যাস্ট্রোলিভার) ২ লাখ টাকা জরিমানা করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here