শব্দ দূষন রোধে আইনের কোন কমতি নেই কমতি রয়েছে প্রয়োগের

0
368

চৌগাছা (যশোর) সংবাদদাতাঃ যশোরের চৌগাছায় পবিত্র মাহে রমজানে শব্দ দূষন ভয়াবহ আকার ধারন করেছে। গুটি কয়েক ব্যবসায়ী ও বে সরকারী ক্লিনিক মালিকদের হার না মানা প্রচার মাইক,বাস ট্রাকের উচ্চ স্বরে হর্ণ বাজানো ও নছিমন করিমনের বিকট শব্দ মানুষকে অস্থির করে তুলেছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।
সূত্র জানায়, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই ঈদে বাড়ির সকলেরই চাই নতুন পোষাক। সাধারনের মনের চাহিদা মেটাতে ব্যবসায়ীরাও ঈদকে সামনে রেখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়েছেন রং বে রঙের পোষাক দিয়ে। সন্ধ্যা নামার সাথে সাথে নামকরা সব ব্যবসা প্রতিষ্ঠান মার্কেটে শোভা পাচ্ছে হরেক রকম আলোর ঝলকানি। রমজানের শুরু থেকে যখন সব কিছুই ঠিকঠাক মত চলে আসছে এর মধ্যে বিপত্তি ঘটানো শুরু করেছেন গুটি কয়েক ব্যবসায়ী অভিযোগ সচেতন মহলের। সূত্র জানায়, পবিত্র মাহে রমজানের প্রথম থেকেই সীমান্তবর্তী উপজেলা চৌগাছা বাজারের কিছু অর্থলোভী ব্যবসায়ী তাদের দোকানের নাম এবং কি কি মালামাল পাওয়া যাচ্ছে দোকানে তার জন্য প্রচার মাইক বের করেছে। টেলিভিশন, ফ্রিজ, গার্মেন্টস, জুতা, মোবাইলসহ বিভিন্ন ব্যবসায়ী সূর্যদয়ের সাথে সাথে শুরু করছেন তাদের প্রচার আর একাধারে তা রাত পর্যন্ত বলবত থাকছে। প্রচার মাইকে দোকানে মালামালের পাশাপাশি ঈদের গান, বিগত বিশ্বকাপ ফুটবলে সাকিরার গাওয়া গান ওয়াক্কা ওয়াক্কাসহ নানা ধরনের গান বাজনা মাইকে উচ্চস্বরে প্রচার করা হচ্ছে। রমজানে বাজারে আসা নানা ধরনের মানুষ প্রচার মাইকের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে। একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে ঈদ উপলক্ষে বাজারে সাধারণ জনতার সরব উপস্থিতি সেই সাথে পাল্লা দিয়ে চলছে মাইকে প্রচার যা রোজাদার প্রতিটি মানুষের জন্য অত্যান্ত কষ্টদায়ক মনে করছেন অনেকে। স্থানীয়রা জানান, কিছু কিছু প্রচার মাইক নামাযের সময়ও তাদের প্রচার অব্যহত রাখছেন। প্রচার প্রচারনায় বসে নেই চৌগাছায় গড়ে উঠা বিভিন্ন পোল্টি মুরগী ব্যবসায়ীরা। এদিকে চৌগাছার বেসরকারী ক্লিনিক মালিকরা সকাল হলেই তাদের প্রচার মাইক বের করছেন। এ সব প্রচার মাইক কখনও গ্রামা লে কখনও পৌর এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে। সেবাই আমাদের লক্ষ, সেবাই আমাদের ধর্ম এ ধরনের মুখোরোচক শব্দ ব্যবহার করে ওমুক ক্লিনিকে তমুক নামকরা ডাক্তার বসছেন আসুন সেবা নিন, সুস্থ্য থাকুন। অপর দিকে চৌগাছা পৌর সদরের উপর দিয়ে চলাচলরত যাত্রীবাহি বাস, ট্রাক, নছিমন করিমন সহ বিভিন্ন ধরনের যানবাহনের উচ্চ স্বরে হর্ন বাজানোর ফলে সব ধরনের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে এই শব্দের কারনে ছোট ছোট শিশুরা মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, চরম বিরক্তিকর, মেজাজ খিটখিটেকারী, পারস্পারিক সম্পর্ক বিনষ্ট, অস্থিরতাবৃদ্ধি, শ্রবনশক্তিবিনষ্ট, উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন, মাথাধরা, বদহজম, পেপটিক আলসার, অনিদ্রাসহ বিভিন্ন রোগ সৃষ্টিকারী এক ঘাতকের নাম হচ্ছে শব্দ দূষন। শব্দদূষন রোধে দেশে আইনের কোন কমতি নেই, কমতি রয়েছে প্রয়োগের মনে করেন অনেকে। মটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৯ এবং ১৪০ নং ধারায় নিষিদ্ধ হর্ণ ব্যবহার ও আদেশ অমান্য করার শাস্তি হিসাবে বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে। এসব আইনকে অমান্য করে যে যেমন ভাবে পারছে হর্ন বাজানোসহ নানা কায়দায় শব্দ দূষন অব্যহত রেখেছে। সিয়াম সাধনর মাস পবিত্র মাহে রমজান, এই মাসের পবিত্রা রক্ষা করার পাশাপাশি শব্দ দূষনকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন চৌগাছাবাসি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here