শপথ নিতে সরকারের চাপ নেই, স্বেচ্ছায় নিচ্ছে: প্রধানমন্ত্রী

0
409

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সরকারের পক্ষ থেকে বিএনপির নির্বাচিতদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে সরকারপ্রধান সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে এই কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিনিধিরা শপথ নিয়েছেন। তাতে সরকারের চাপ নেই; বরং তাঁরাই বলেছেন জনগণের চাপ আছে। যারা শপথ নিয়েছে, তারা স্বেচ্ছায় শপথ নিয়েছে। এখানে আমাদের কোনো চাপ নেই। অন্য কোনো দল সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।’

তিনি বলেন, ‘আমাদের দোষ দেয়ার কি আছে? বিএনপি একটা রাজনৈতিক দল। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে অন্য কোনো দল তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না, পারবেও না, এটাই স্বাভাবিক।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ দেশের বহুদলীয় গণতন্ত্র আছে। কোন দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে কি-না সেটা মুল বিষয়।’

শেখ হাসিনা আরও বলেন, ‘তাঁরা (প্রতিনিধি) বলেছেন, সংসদে খালেদা জিয়ার জন্য কথা বলবেন। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি। তাঁর বিরুদ্ধে মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। আদালতকে আমরা প্রভাবিত করিনি।’

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অপরাধী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক তিনটি সংস্থাকে বলেছি আপনারা রোহিঙ্গাদের জন্য কিছু করতে চাইলে মিয়ানমারের মাটিতে করেন। এখানে মিয়ানমারের সরকারেরও একটা প্রচণ্ড অনীহা দেখা দিচ্ছে। এ ধরনের সমস্যা কিন্তু কিছু লোক রিফিউজিদের লালন-পালন করার জন্য যতটা আগ্রহ দেখায় ফেরত পাঠানোর জন্য কিন্তু ততটা আগ্রহ দেখায় না।’

শেখ হাসিনা বলেন, ‘আমি স্পষ্ট ওই তিন সংস্থার প্রতিনিধিদের বলে দিয়েছি, সামনে আমাদের বর্ষাকাল যদি দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে এদের ক্ষতি হয় তাহলে দায় কে নেবে? ওই সংস্থাগুলোরও তো নেয়ার দরকার? আমি এ কথাটা জাতিসংঘকেও জানিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here