‘শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়:নির্বাচন কমিশনার কবিতা খানম

0
212

খবর ৭১:
বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে এটা পৃথিবীর কোনও দেশেই হয় নাই। আমাদের দেশেও হবে না। আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।’

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কবিতা খানম বলেন, ‘দেশে নির্বাচনি হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে।’

নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে কবিতা খানম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব।’ এক্ষেত্রে তিনি সবার সহযোগিতাও প্রত্যাশা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সবার জীবনে এই সুযোগ নাও আসতে পারে। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।’

দেশের অনেক জায়গায় এখনও ব্যানার, পোস্টার নামানো হয়নি উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ নির্দেশ দিয়ে বলেন, ‘১৮ নভেম্বরের মধ্যে যাতে এগুলো নামিয়ে ফেলা হয় এবং মনোনয়নপ্রাপ্তরা যাতে ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ পান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here