লিবিয়া উপকূলে শতাধিক শরণার্থীর মৃত্যুর শঙ্কা

0
329

খবর৭১:লিবিয়া উপকূলে শতাধিক শরণার্থী নিয়ে একটি নৌকা উল্টে ডুবে যাওয়ার ফলে ৯০ থেকে একশ জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র আইয়ুব কাসিম জানান, মাত্র ১৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে আলজাজিরার মাহমুদ আবদেল ওয়াহাব জানান, অন্য তিনটি নৌকা থেকে আরো দুইশ ৭৯ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন নারী এবং শিশু রয়েছেন ১৭ জন।

তিনি অারো জানান, শরণার্থী বহনকারী ওই নৌকা পূর্বাঞ্চলীয় খোমাস শহরের উপকূলে ডুবে গেছে। শতাধিক যাত্রী ছিল তাতে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here