লিবিয়ায় গণবিক্ষোভে গুলি, দোষী ৪৫ জনের মৃত্যুদণ্ড

0
206

খবর৭১: লিবিয়ার রাজধানী ত্রিপোলির গণবিক্ষোভে হামলা চালিয়ে কয়েকজন বিক্ষোভকারীকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত ৪৫ মিলিশিয়া সদস্যকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিয়েছে এক আদালত। দেশটির বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘মিডল ইস্ট আই’ পত্রিকা।

পত্রিকাটি জানায়, বুধবার বিক্ষোভকারীদের হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে গাদ্দাফির বিশেষ মিলিশিয়া বাহিনীর ৪৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ফায়ারিং স্কোয়াডে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো ৫৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে ওই আদালত। তবে বেকসুর খালাস পেয়েছে মামলার ২২ আসামি। এই রায় ঘোষণার আগেই মারা গেছেন বাকি তিন আসামি।

২০১১ সালের ৩১ আগস্ট স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে রাজধানী ত্রিপোলির আবু স্লিম এলাকায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে গুলি চালায় গাদ্দাফির অনুগত মিলিশিয়া বাহিনীর সদস্যরা। এতে ২০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়। দীর্ঘ ৮ মাস ধরে চলা বিক্ষোভে অচল হয়ে পড়েছিল লিবিয়ার রাজধানী। এই বিক্ষোভের জের ধরেই পরে ক্ষমতাচ্যুত ও নিহত হন গাদ্দাফি।

সূত্র: মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here