লাশ নিয়ে সড়ক অবরোধ, উত্তরায় দুর্ভোগ

0
260

খবর ৭১: রাজধানীর উত্তরায় এক শিশুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগে শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

বুধবার দুপুরের দিকে উত্তরা মহাসড়ক সংলগ্ন মুন্সি মার্কেটের মুক্তিযোদ্ধা রোডে তারা অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র জানান, শিশু রিফাত হত্যায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তের পরই বলা যাবে কারণ, সেক্ষেত্রে আসামিদেরও গ্রেপ্তারের আওতায় আনা হবে। অথচ সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি বাড়ানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার পর এলাকাবাসী উত্তরা মহাসড়ক অবরোধ করে, মানববন্ধন করে। এদিকে, এলাকাবাসী সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না। পরে মঙ্গলবার তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরের একটি নর্দমায় তার লাশ পাওয়া যায়। অজিতের বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তা গ্রহণ করেননি বলে ভুক্তভোগি পরিবার অভিযোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here