লালমনিরহাট হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুর থানা জিডি

0
273

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুরের ঘটনায় থানা জিডি দায়ের করা হয়েছে।

জিডি’র বিবরণে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত গজেন্দ্র নাথ বর্মনের পুত্র শ্রী ভোলানাথ বর্মন (৭০) এর বসতভিটার মাত্র ৯ শতক জমি রয়েছে। যার মৌজা: উত্তর গোবধা, জে এল নং-৮০, খতিয়ান নং-৯৪১, দাগ নং-৮৫৫, ৮৫৬। উক্ত ৯ শতক জমি নিয়ে একই এলাকার মৃত খোকা শেখের পুত্র আঃ আউয়াল (৪৫) গংরে সাথে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলাকে কেন্দ্র করে ২১ জানুয়ারি দিনদুপুরে আঃ আউয়াল গংসহ অজ্ঞাত ৮/১০ জন দা, ছোড়া, কুড়াল নিয়ে শ্রী ভোলানাথ বর্মনের বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির ৩০ ফিট দৈর্ঘ্য টিনের ঘর ও একটি টিউবয়েল ভাংচুর করায় ১ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি দাবী করেন হিন্দু সম্প্রদায়ের পরিবারটি।

এ ঘটনায় শ্রী ভোলানাথ বর্মন বাদী হয়ে উত্তর গোবধা গ্রামের মৃত খোকা শেখের পুত্র আঃ আউয়াল (৪৫), বক্কর মিয়ার পুত্র ভাঙ্গা মিয়া ওরফে নুরন্নবী (৪২), ফুলচান বর্মনের পুত্র শ্রী সন্তোষ কুমার (৪০), মৃত নুরজামানের পুত্র অলিয়ার রহমান (৩৫), মৃত গৌর মোহন বর্মনের পুত্র লক্ষী কান্ত ওরুফে হাউঙ্গা (৬০) ও জামিনী কান্ত (৫৭), লক্ষী কান্ত ওরুফে হাউঙ্গা পুত্র তাপস চন্দ্র (২০) ও মৃনাল চন্দ্র (৩০), জামিনী কান্তের পুত্র শ্রী নয়ন চন্দ্র (১৯) সহ ৮/১০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ দেওয়া হলেও পরর্বতীতে অভিযোগটি জিডি হিসেবে দায়ের করা হয়। যার জিডি নং-১১৪০, তাং ২৯/০১/১৯ইং।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট প্রেসক্লাবে অশ্রুসিক্ত নয়নে শ্রী ভোলানাথ বর্মন বলেন, হামরা (আমার) হিন্দু পরিবার। হামার (আমার) বাড়ি-ঘর ভাংচুরের ঘটনার আদিতমারী থানা অভিযোগ দেওয়া হলেও ঘটনার ৯দিন পর মামলা নয়, থানা জিডি দায়ের করা হয়েছে। ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ দেওয়া হলেও ন্যায় বিচার পেলাম না।

এ ব্যাপারে আদিতমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, উত্তর গোবধা গ্রামে শ্রী ভোলানাথ বর্মন বাড়ি ভাংচুর হয়নি। বাড়ি সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ড হওয়ায় থানা জিডি দায়ের করা হয়েছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here