লালমনিরহাটে ৮ মাদকসেবীর কারাদন্ড

0
366

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট:
লালমনিরহাটে ৮জন মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। বুধবার দুপুর ২টায় ভ্রাম্যমান আদালত ওই মাদকসেবীদের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

কারাদন্ডাদেশ প্রাপ্তরা হল, রংপুরের কোতোয়ালী ছোট নুরপুর এলাকার আব্দুল হামিদের পুত্র রেজানুল হামিদ (২১), একই এলাকার আব্দুল কাদেরের পুত্র শাকিল আহম্মেদ (২৬), ওয়াহেদুল ইসলামের পুত্র সেলিম মিয়া (২৫), দহিগঞ্জ কুটিরপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র মাইদুল ইসলাম লিটন (২৬), নুপুর বৈরাগি পাড়া এলাকার বাবুর পুত্র রুহুল আমিন জিম (১৮), নুপুর এলাকার আজিজুল হোসেনের রাজীব হোসেন (১৯), শাপলা চত্ত্বর এলাকার আতিয়ার রহমানের পুত্র শাহাজাদা (২০) ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চওড়াটারী এলাকার সায়েদ অালীর পুত্র টুটু্ল (২১)।

পুলিশ জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার উপ-পরির্দশক এসআই সেলিম রেজা সঙ্গীও ফোর্স নিয়ে খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া তালপট্রি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় ৮জনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত ওই ৮জন মাদকসেবীদের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবীদের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here