লালমনিরহাটে চেয়ারম্যানকে পেটানোর প্রতিবাদে সমাবেশ

0
229

অাসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাট সদর উপজেলার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে যুবলীগ নেতারা পিটিয়ে হাসপাতালে পাঠানোর প্রতিবাদে সমাবেশ করেছে হারাটি ইউনিয়নবাসী। শনিবার বিকেলে ইউপি কার্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হারাটি ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম রব্বানী গোলা, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আব্দুস সালাম ও শ্রমিকলীগের সভাপতি মজমুল হক প্রমুখ। হারাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হাসপাতালে থেকে অডিও রের্কডিং এক বক্তব্যে বলেন, হারাটি ইউপির সাবেক চেয়ারম্যান ও কতিপয় সমর্থক তার ইউপির বালাটারী চান্দের বাজার যুব উন্নয়ন ক্লাবে জুয়া ও মাদকের আসর বসিয়ে যুবসমাজকে কলঙ্কিত করছেন। বিষয়টি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দিয়ে তা বন্ধ করে দেন ইউপি চেয়ারম্যান রফিকুল। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক চেয়ারম্যান ও তার লোকজন চেয়ারম্যান রফিককে মোবাইলে হুমকি দেন। এর জেরে যুবলীগ কর্মীরা চেয়ারম্যানের ওপর হামলা চালায়। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে অফিসিয়াল কাজ শেষে ফেরার পথে সদর উপজেলা ভূমি অফিসের সামনে সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, দলবল নিয়ে চেয়ারম্যান রফিকুলকে আটক করে বিভিন্ন গালমন্দ করেন। এক পর্যায়ে ওই নেতাকর্মীরা তাকে মারধর করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কামুক্ত হলেও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here