লালমনিরহাটে এক নববধুর আত্নহত্যা

0
232

অাসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইয়াসমিন বেগম (১৯) নামে এক নববধু গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছেন।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে নববধুর বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত ইয়াসমিন উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের সাহেব আলীর স্ত্রী। তিনি পাশের গ্রাম মাঝিপাড়ার আশরাফুল আলমের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর ইয়াসমিন ও সাহেব আলীর বিয়ে হয়। বিয়ের পর চাকুরীর সুবাদে ঢাকার একটি হাফেজিয়া মাদরাসায় থাকত সাহেব আলী। মাঝে মধ্যে ছুটিতে এলে ইয়াসমিন স্বামীর বাড়িতে গেলেও প্রায় সময় বাবার বাড়িতে অবস্থান করত। ছোটবেলা থেকেই মানসিক ভাবে বিকারগ্রস্থ ছিলেন ইয়াসমিন। শনিবার (১৪ অক্টোবর) রাতে খাওয়া শেষ করে বাবার বাড়িতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন ইয়াসমিন। মধ্যরাতে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেন। রোববার (১৫ অক্টোবর) সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। স্থানীয়দের খবরে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here