লাইফ সাপোর্টে একুশে পদক প্রাপ্ত কবি বেলাল চৌধুরী

0
313

খবর৭১:কিডনি, রক্তশূন্যতাসহ কয়েকটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন এই কবিকে শুক্রবার বিকেল ৩টায় লাইফ সাপোর্টে নেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি ক্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা, হাইপোথাইরোটিজসহ নানা জটিল রোগে ভুগছেন।

কবি বেলাল চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী সাংবাদিকদের বলেন, দীর্ঘ চার মাস ধরে তিনি অসুস্থ। ১৭ আগস্ট থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। শুক্রবার তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। তার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।বেলাল চৌধুরী কবি পরিচয়ের পাশপাশি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসেবেও খ্যাতিমান। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে একুশে পদক পান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here