লংকান স্পিনে অসহায় দক্ষিণ আফ্রিকা

0
274
Sri Lankan cricketer Akila Dananjaya (2L) celebrates after he dismissed South Africa's Theunis de Bruyn (L) during the second day of their second Test match between Sri Lanka and South Africa at the Sinhalese Sports Club (SSC) international cricket stadium at the capital city of Colombo on July 21, 2018. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

খবর ৭১ঃ দেশের মাটিতে সবুজ পিচে প্রোটিয়ারা রাজ করলেও ভারতীয় উপমহাদেশে হারিয়ে যায় তাদের রাজত্ব। মায়াবী বিষ মাখা স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় ব্যাটসম্যানদের।

পারফরম্যান্সই কথা বলছে দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে। যে পিচে লংকান ব্যাটসম্যানরা প্রায় সাড়ে ৩শ রান করেছে সেখানে ১২৪ রানেই প্যাকেট প্রোটিয়ারা।

লংকান দুই স্পিনারের কাছেই মূলত পরাস্ত হন ডু প্লেসি-আমলারা। আকিলা ধনাঞ্জয়া একে একে তুলে নিয়েছেন ৫টি উইকেট। অলরাউন্ডার দিলরুয়ান পেরেরাও কম যাননি। তিনি নিয়েছেন চারটি উইকেট। ধনাঞ্জয়া-পেরেরা নয় ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন। তবে ভাগ্য কিছুটা খারাপ বলতে হয় রঙ্গনা হেরাথের। নয় ওভার বল করে পেয়েছেন মাত্র একটি উইকেট। যেখানে দুই সতীর্থ উইকেটের উৎসব করেছেন সেখানে হেরাথের উইকেট না পাওয়া কিছুটা দৃষ্টিকটুও বটে।

প্রথম ইনিংসে শ্রলীংকার প্রথম তিন ব্যাটসম্যান করেছেন হাফসেঞ্চুরি। গুনাথিলাকা, করূনারত্নে, সিলভা এ তিন ত্রয়ীর শুভ সূচনায় ভাল প্রথম দিন ভাল কাটে লংকানদের। শেষ দিকে নিয়মিত বোলার হেরাথ-ধনাঞ্জয়ার ৩৫ ও ৪৩ রানে ৩৩৮ রান করতে সক্ষম হয় তারা।

এদিকে লংকানদের রানের জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক ডু প্লেসি ও উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান ডি কক। ডু প্লেসি ৪৮ রান করতে সক্ষম হলেও ডি কক ৩২ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত প্রোটিয়ারা অলআউট হন ১২৪ রানে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছেন ব্যাটসম্যানরা। ২ উইকেট হারিয়ে তুলে নিয়েছেন ১২০ রান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here