রোজা মানবিক গুণাবলী বিকশিত করে — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
291

মোঃ শাহিন :
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। রোজা পালনের মাধ্যমে উত্তম চরিত্র অর্জন করা সম্ভব। মানুষের শারিরীক ও মানসিক রোগসমূহের ঔষধ হিসেবেও রোজা কাজ করে। আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের শ্রেষ্ঠ সময় পবিত্র রমজান মাস।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার (২৫ মে ২০১৮) বিকেলে গাজীপুর শহরের ফুড পার্কে আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর স ালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভাওয়াল মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরেণ্য শিক্ষাবিদ ভাওয়াল রতœ মোঃ নূরুল ইসলাম, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাহিম সরকার, গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এড. আতাউর রহমান আকাশ, গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. মোঃ লাবীব উদ্দিন, ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, গাজীপুর জেলা শাখা জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি আবু নাসির খান তপন, গাজীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রওশন আরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী মকবুল হোসেন। অনুষ্ঠানে গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ- জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here