রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

0
270

খবর৭১:প্রতিবছরের মতো এবারও রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, রোজায় ইফতারের কথা বিবেচনায় রেখে সরকারি কর্মচারীদের বাড়ি ফেরার সুবিধার জন্য অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here