রুহানির হুমকির পাল্টা জবাব দিলেন ট্রাম্প

0
323

খবর৭ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যকার বাকযুদ্ধ চলছেই। দুই জনেই দিচ্ছেন পাল্টাপাল্টি হুমকি। এরই রেশ ধরে রবিবার (২৩ জুলাই) রাতে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বিস্ফেরক টুইট করেছেন ট্রাম্প।

ওই টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘তোমরা পরিণাম ভোগ করবে। এমন পরিণাম যা আগে অল্প কিছু মানুষই ভোগ করেছে’।

মাত্র একদিন আগেই (শনিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘মিস্টার ট্রাম্প, সিংহের লেজ নিয়ে খেলবেন না। এতে শুধুমাত্র অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই থাকবে না’।

তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হঠকারী নীতির জেরে ট্রাম্পকে এ হুঁশিয়ারি দেন তিনি।

হুশিয়ারি বার্তায় তিনি আরও বলেছিলেন,‘আমেরিকার জানা উচিত…ইরানের সঙ্গে যুদ্ধ হলে সেটি হবে সমস্ত যুদ্ধের মা। আর ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা হবে সমস্ত শান্তির মা’।

এ বার্তার পরেই রবিবার রাতে রুহানিকে সাবধান করে টুইট করেন ট্রাম্প।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here