রুমায় উন্নয়নের ভিত্তিক স্থাপনে শুভ উদ্ধোধন করতে যাচ্ছেন; পাবর্ত্য মন্ত্রী

0
578
রুমায় উন্নয়নের ভিত্তিক স্থাপনে শুভ উদ্ধোধন করতে যাচ্ছেন; পাবর্ত্য মন্ত্রী
পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের “মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং” এমপি।

খবর৭১ঃ

মংহাইথুই মারমা, বান্দরবান প্রতিনিধিঃ পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের “মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং” এমপি. বান্দরবান রুমা উপজেলার উন্নয়নের ভিত্তিক স্থাপনে শুভ উদ্ধোধন করতে যাচ্ছেন আগামী (শুক্রবার) ৩০শে আগস্ট । উপজেলার বিভিন্ন উন্নয়নের অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়ন পরিচালনা ক্ষেত্রে এগিয়ে নেওয়া ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী সর্বস্তের একমাত্র কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “জননেত্রী শেখ হাসিনার” স্বপ্নের দেশ কারিগর ২০২১সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার দিক নির্দেশনার পাবর্ত্য মন্ত্রী, পাবর্ত্য পাহাড়ী অঞ্চলে বেকার মুক্ত করার সকলের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করা লক্ষ্যে সফরে আসবে। এতে সকল সরকারি,বেসরকারি,এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করবে।


স্থানীয় উপজেলা প্রশাসন নিবার্হী কর্মকর্তা মো: শামসুল আলম ও চেয়ারম্যান উহ্লাচিং মারমা’র সূত্রে জানায়, রুমা উপজেলার সফর পরিদর্শন,দিকর্নিদেশনামূলক,শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি,দু:স্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন উদ্দ্যোগে চাল বিতরণ ও গরু বিতরণের সময় সূচি পরিপ্রেক্ষিতে যথাযথ মযার্দায় দায়িত্ব পালন করবেন পাবর্ত্য মন্ত্রী।


আগামী, ৩০শে আগস্ট রোজ শুক্রবার সকাল ৮টার দিকে রুমা উপজেলার শুভ উদ্ধোধন পরিদর্শনের পথ যাত্রা শুরু করতে যাচ্ছেন। এতে রুমা সাংঙ্গু সরকারি কলেজে একাডেমি ভবন ও শহীদ মিনার শুভ উদ্ধোধন, বৌদ্ধ বিহারের সংলগ্নে ব্রিজ শুভ উদ্ধোধন,২নং সদর ইউনিয়ন পরিষদে দু:স্থ গরীব অসহায়ের মাঝে গরু বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ করাসহ বিভিন্ন উন্নয়নের কর্মকান্ডগুলো উদ্ধোধন করা হবে।


সকল উন্নয়নের পরিদর্শনের শেষে উপজেলা পরিষদ ২য় তলা ভবন মিলনায়তনে দুপুরের ভোজ পালন করা হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়। পথ যাত্রার শেষে বিকাল ৪টার দিকে বান্দরবান জেলার নিজস্ব ভবনে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন কতর্ৃক। এ বিষয়ে দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার বান্দরবান জেলার প্রতিনিধি কাছে জানান উপজেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here