রায়ে বিএনপিই লাভবান হয়েছে: মওদুদ

0
322

খবর৭১: বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ফলে বিএনপিই লাভবান হয়েছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, এই রায়ের মধ্যদিয়ে বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হয়েছে বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার হাইকোর্টের মজার সংশ্লিষ্ট মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মওদুদ।

এই রায়ের পর এখন দল ভাঙার কোন চেষ্টা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, সেটা আমার জানা নেই। তবে আমরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।

খালেদা জিয়া কারাগারে, এখন দল কীভাবে পরিচালিত হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রধান এখন তারেক রহমান। তার নির্দেশনায় দল চলবে। তবে সিদ্ধান্ত গ্রহণ করবে স্থায়ী কমিটি যৌথভাবে। তারেক রহমানের পরামর্শে।

আপিলের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা ইতোমধ্যে রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি রবিবারের মধ্যেই সেটা পেয়ে যাবো। এটি পেলেই আমরা রায় স্থগিত এবং জামিনের জন্য আবেদন করবো। আশা করি তিনি জামিন পাবেন এবং রায়ও স্থগিত হবে।

এই রায়ের মধ্যদিয়ে আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ তিনি আপিল করলে বিষয়টি সুরাহা হয়ে যাবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here