রাণীনগরে লক্ষ্মী পূজা উপলক্ষ্যে গ্রামীণ মেলা

0
418

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: লক্ষ্মী মানে শ্রী সুরুচি। লক্ষ্মী সম্পদ আর
সৌন্দর্যের দেবী বলে মনে করেন সনাতন ধর্মম্বলী হিন্দু সম্প্রদায়ের মানুষ। লক্ষ্মী
প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে আত্রাই
নদীর তীরে তিনদিন ব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। শত বছরের পুরনো
ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে স্থানীয়রা এ মেলার আয়োজন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর রাজা
কালীপ্রসন্ন রায়ের রাজত্ব পরিচালনার আগে থেকে লক্ষ্মী পূজা  উদযাপনে   এ     মেলা অনুষ্ঠিত হয়। প্রায় দুইশ’ বছর থেকে লক্ষ্মী প্রতীমা বিসর্জনের দিন থেকে এ মেলা শুরু হয়।
প্রথমদিন মেলার বিশেষ আর্কষণ লক্ষ্মী প্রতিমা বিসর্জন উপলক্ষে আত্রাই নদীতে
নৌবহর। এদিন দুপুরের পর থেকে জেলার রাণীনগর, আত্রাই, মহাদেবপুর, নওগাঁ সদর সহ
কয়েকটি উপজেলার সনাতন ধর্মম্বলী হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীর পূজা অনুসারীরা
নৌকায় চড়ে আসতে থাকে। নৌকায় সাউন্ড বক্স, মাইক আর ঢাকের তালে নৃত্যে
মুখরীত হয়ে উঠে আত্রাই নদী।
এ সময় নদীর দুইপাড়ে ধর্ম বর্ন বিনিমিশেষে মিলনমেলায় পরিনত হয়। প্রায়
শতাধিক নৌকা নদীতে নৌবহরে মেতে উঠে সন্ধ্যা পর্যন্ত। এরপর      প্রতিমা
বিসর্জন দেয়া হয় নদীতে। এ মেলা উপলক্ষে গ্রামের বাড়ি বাড়ি আত্মীয় স্বজনদের
আগমনে মুখরিত হয়ে উঠে। ধুম পড়ে যায় নানা মিষ্টি,    মিঠাই    ও পিঠা তৈরীতে।
বিশেষ করে ঈদের সময় মেয়ে ও জামাই

আসতে না পারলেও এ মেলায় বাবা-মার
বাড়ীতে বেড়াতে আসেন। মেলা থেকে বড় বড় রুই, কাতলা, সিলভার ও পাঙ্গাস মাছ
জামাই তাদের শ্বশুর বাড়িতে কিনে নিয়ে যান।
মেলার দ্বিতীয় দিন শনিবার ‘বউ মেলা’। বউ মেলায় বিশেষ করে নারীদের কসমেটিক
দোকান গুলোতে উপচে পড়া ভীড়। আশপাশের কয়েকটি গ্রামের শত শত নারীদের বউ
মেলায় আগমণ ঘটে।
কুজাইল গ্রামের বিকাশ চন্দ্র বলেন, আমাদের দুর্গা পূজার পর বড় উৎসব লক্ষ্মী পূজা।
আত্রাই নদীতে নৌকায় করে প্রতীমা নিয়ে বিশাল নৌবহর শুরু হয়। এরপর প্রতীমা
বির্সজনের মধ্য দিয়ে গ্রামে মেলা শুরু হয়। এছাড়া ও এ সময় গ্রামের প্রতিটি
বাড়ীতে আত্মীয় স্বজনের আগমনে যেন মুখরিত হয়ে উঠে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলা কমিটির সাধারন
সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা বলেন, শত বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যকে ধরে
রাখতেই এ মেলার আয়োজন। তবে মেলা উপলক্ষে পূর্ব থেকে কোন প্রকার প্রচার
প্রচারনার দরকার হয়না। সবাই এ মেলার বিষয়ে অবগত আছেন। যার কারণে লক্ষ্মী পূজার
দিনে দর্শনাথীদের আগমনের কোন কমতি থাকেনা।
তিনি আরো বলেন, রাণীনগর, আত্রাই, মহাদেবপুর, নওগাঁ সদর উপজেলার সনাতন
ধর্মম্বলী হিন্দু সম্প্রদায়ের লোকজন লক্ষ্মীর প্রতিমা নিয়ে শতাধিক নৌকা আত্রাই
নদীতে নৌ বহর শুরু করে। নৌ বহর দেখতে নদীর দু’কূল জুড়ে বিভিন্ন সম্প্রদায়ে
মানুষের যেন মিলমেলায় পরিনত হয়। তবে এক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট
সহযোগীতা করে থাকেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here