রাণীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
332

সুকুমল কুমার প্রামানিক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দেশের প্রত্যন্ত অ ল থেকে মেধাবী ফুটবল খেলোয়ার বাছাই করার প্রয়াসে সারা দেশে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব-১৭)। মঙ্গলবার বিকেলে নওগাঁর রাণীনগরে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন পর্যায়ের দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

রাণীনগর সরকারি শের-এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামানিক, সরকারি শের-এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, পারইল ইউপি চেয়ারম্যান মো: মজিবর রহমান, বড়গাছা ইউপি চেয়ারম্যান মো: শফিউল আলম শফু, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম বাবলুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন একাদশ দল ২-১ গোলে পারইল ইউনিয়ন একাদশ দলকে হারিয়ে বিজয়ী হয়। গত ৫সেপ্টেম্বর এই টুর্নামেন্টের খেলা শুরু হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিযা বিনতে তাবিব।#
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here