রাজশাহী বিভাগের শীর্ষে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

0
261

এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাট।

এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ রাজশাহী বিভাগের শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে।
কলেজ সূত্রে জানা যায় , এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু হানিফের সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এর ঈর্ষণীয় সাফল্য অর্জন সক্ষম হয়েছে বলে বলেন তারা।
পরীক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে কলেজের শিক্ষকবৃন্দ, কর্তৃপক্ষ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উলে­খ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু হানিফ আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতে ও অক্ষুণ্ণ থাকবে।
খবর ৭১ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here