রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস: ফখরুল

0
312

খবর৭১: বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা দানবীয় সরকারের মারমুখী আক্রমণের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে টিকে আছি। পরাজয়ের ভয়ে ভিত আওয়ামী লীগ। তাই তারা উন্মাদের মত হত্যা-লুণ্ঠন আর ধ্বংসলীলায় মেতে উঠেছে। সময় এসেছে জনরোষের কবলে পড়ে আওয়ামী ক্ষমতার মসনদ ছারখার হয়ে যাবার।

তিনি বলেন, ‘আমাদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার ভয়াবহ নস্যাৎ করতে হবে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। আর আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে গণদাবি মেনে নিতে বাধ্য করতে হবে।’

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শেষ দিন পর্যন্ত লড়ে যেতে চান। প্রতিষ্ঠা করতে চান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সেই লড়াইয়ে আমরাও যার যার অবস্থান থেকে শামিল হই। বিজয় আমাদের সুনিশ্চিত।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলে তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। অথচ ২টি মামলায় তাড়াহুড়া করা হচ্ছে। ১/১১’র সরকার খালেদার বিরুদ্ধে চারটি মামলা দিয়েছিল। আর অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছিল ১৫টি। কিন্তু, তার (শেখ হাসিনার) সব মামলা তুলে নেয়া হয়েছে।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here