রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

0
360

খবর৭১:চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার বিচারাধীন মামলার আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে শনিবার (৮ সেপ্টেম্বর) প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

তারই অংশ হিসেবে শনিবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়।

গত বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। ঢাকাসহ সারা দেশে মহানগর জেলা সদরে এ কর্মসূচি পালন করা হবে।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আরও দুই দিনের কর্মসূচি রয়েছে বিএনপির। কর্মসূচিগুলো হচ্ছে- সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ১২ সেপ্টেম্বর (বুধবার) দুই ঘণ্টার প্রতীকী অনশন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here