রমজানে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী

0
342

খবর ৭১: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে। সুতরাং রমজানে কোনো পণ্যের দাম বাড়বে এমন সুযোগ নেই।

আজ রবিবার সচিবালয়ে আসন্ন রমজান মাস ও ঈদুল ফিতরের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, মূলত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেয়াজ, রসুন, আদা হলুদ, খেজুর ইত্যাদির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। তাই এবারের রমজানে কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরাও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে একমত পোষণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here