রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
528

খবর৭১ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাটিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে গলাচিপা থানায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ বাদী হয়ে মামলাটি করেন।

নিজের বিরুদ্ধে মামলা হওয়া প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘এই মামলাটি তিনি (মেহেদী মাসুদ) করতে পারেন না। ব্যারিস্টার মইনুল হকের যে রায় হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া কেউ মামলা করতে পারবে না। আমার কথার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। আমি যে কথা বলেছি তার সঙ্গে ডিজিটাল আইনের কোনো যোগসূত্র নেই। এখানে মামলার প্রেক্ষাপট ভুয়া। এখন কেউ যদি রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে কাউকে হয়রানি করতে চায় সেটি তার ব্যক্তিগত বিষয়।’

মামলাটি প্রসঙ্গে গলাচিপা থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ জানান, ‘মোবাইল ফোনে রনির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ৬ জনের নামে একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here