রথীশ চন্দ্র হত্যা মামলার আসামির মৃত্যু

0
270

খবর ৭১ঃ রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তার ব্যক্তিগত সহকারী মিলন মোহন্ত (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারাগারে আনার পরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় মিলনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছিল।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সূত্রে জানা যায়, রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলায় গত ৫ই এপ্রিল মিলনকে কারাগারে নেয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তার বুকে ব্যাথা শুরু হয়। চিকিৎসকরা ধারণা করছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
প্রসঙ্গত, গত ৩০শে মার্চ যুদ্ধাপরাধ মামলার সাক্ষী আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন। নিখোজের দুইদিন পর তার ছোটভাই সুবল ভৌমিক অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এখনও পর্যন্ত রথীশের স্ত্রী দীপা ভৌমিক, দীপার সহকর্মী শিক্ষক কামরুল, তাদের দুই ছাত্র ও রথীশের ব্যক্তিগত সহকারী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here