রংপুরের সাত জেলায় বিদ্যুৎ থাকবে না শনিবার

0
296

খবর৭১ঃ দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডের কাজের জন্য শনিবার (২৩ মার্চ) বিদ্যুৎ থাকছে না রংপুর বিভাগের সাত জেলায়। ফলে তারা শনিবার সারাদিন বিহীন থাকবেন । তবে গাইবান্ধা জেলা এর আওতায় পড়বে না।

বিদ্যুৎবিহীন থাকার বিষয়টি জনসাধারণ অনেকেই জানেন না। তবে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার দাবি, ফেসবকুসহ সব মাধ্যমেই বিষয়টি প্রচার করা হয়েছে।

রংপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ‘দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডের কাজ করা হবে। এই কারণে রংপুর বিভাগের সাত জেলায় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘পত্রিকায়, ফেসবুক এবং অনলাইনে বিষয়টি প্রচার করা হয়েছে।’

এদিকে প্রধান প্রকৌশলী রংপুর বিভাগ-এর ওয়েব সাইটে ভিজিট করে দেখা গেছে, এ ধরনের কোন নোটিশ নেই।

রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ের বাসিন্দা বোরহান কবীর জানান, ‘বিদ্যুৎ থাকবে না- এটা আমরা জানি না। দিনব্যাপী বিদ্যুৎ না থাকলে তো সমস্যা হবে। আগে ভাগেই বিষয়টি প্রচার করা প্রয়োজন ছিল।’

তামপাট এলাকার আশরাফুল আলম নেতা বলেন, ‘শনিবার বিদ্যুৎ থাকবে না এটা কোন কথা হলো। যে গরম শুরু হয়েছে।’

অন্যদিকে মর্ডাণ মোড়ের হান্নান লন্ডির প্রোপাইটর আব্দুল হান্নান মিয়া বলেন ‘আমার দোকান তো সড়কের উপর। দিন-রাত মিলে ২০ ঘণ্টার মত দোকান খোলা রাখি। বিদ্যুৎ থাকবে না এটা কখন, কোথায় প্রচার হলো।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here