যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার প্রয়োজনীতা অপরিসীম —শামীম আহমদ চৌধুরী

0
332

হাবিবুর রহমান নাছির, ছাতক প্রতিনিধিঃ
কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী বলেছেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধূলার প্রয়োজনীতা অপরিসীম। একজন দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় দেশ ও সমাজের জন্য গৌরব বয়ে আনতে পারে। বর্তমান সরকারের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের চ্যালেঞ্জিং দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় দলের বেশ কয়েকজন খোলোয়াড় বিশ্ব র‌্যাংকিংয়ের তালিকায় রয়েছে। বর্তমানে তৃণমুল পর্যায় থেকে গড়ে উঠছে বিশ্ব মানের ক্রিকেটার। রোববার বিকেলে দোয়ারাবাজার লামাসানিয়া মাঠে লামাসানিয়া প্রিমিয়ারলীগ( এলপিএল)’র উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। দোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক উপজেলার আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আফিক আলী, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ আব্দুস সামাদ, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন, নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার, আওয়ামীলীগ নেতা প্রিয়তোষ দে চন্ডি। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন মিসহাক, মিজানুর রহমান, শামীম আহমদ, জুয়েল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল¬াহ, ছাতক ডিগ্রি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, দোয়ারা উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম, ছাত্রলীগ নেতা মিনহাজ আহমদ, কাজল মিয়া, জাহাঙ্গির আলম, সুরঞ্জিত, তুহিন আহমদ, ফাহিম আহমদ, আবু বক্কর, আবুল হোসেন, জয়নুল ইসলাম, আব্দুল মালেক, শফিক আহমদ, সুনু মিয়া, মনোহর আলী প্রমুখ। সভা শেষে ব্যাট হাতে লামাসানিয়া প্রিমিয়ারলীগ( এলপিএল)’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন শামীম আহমদ চৌধুরী। লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় টাইগার কিংস ও নিউ এ্যালিভেন ষ্টার।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here