যুক্তরাষ্ট্রে আব্বাসির ‘দেহ তল্লাশি’, পাকিস্তানজুড়ে ক্ষোভ

0
205

খবর৭১: বিষয়টি নিয়ে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যমগুলোতে নিন্দার ঝড় উঠেছে। বলা হচ্ছে কেন একজন প্রধানমন্ত্রী হয়েও যুক্তরাষ্ট্র সফরকে শহীদ খাকান আব্বাসি ব্যক্তিগত বলে উল্লেখ করবেন। প্রধানমন্ত্রী হিসেবে যেকোনও দেশ সফরে তার সুনির্দিষ্ট প্রটোকল আছে, কূটনৈতিক পাসপোর্ট আছে- তবে কেন তিনি ২২ কোটি জনগণের প্রতিনিধি হয়েও সফরটাকে ‘ব্যক্তিগত’ বললেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবন্দনে পাকিস্তানি প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির দেশ তল্লাশির পরপরই এ নিয়ে সরব হয় পাকিস্তানের গণমাধ্যম। বিষয়টিকে পাকিস্তানের জন্য অমর্যাদা ও লজ্জার বলেও মনে করছে দেশটির সচেতন মহল।

দেশটির বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ভিসা বাতিলসহ যুক্তরাষ্ট্র নানা ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এমন গুঞ্জনের মধ্যে আব্বাসিকে নিরাপত্তা পরীক্ষার নামে নাজেহালের এ অভিযোগ এলো। যুক্তরাষ্ট্র পারমাণবিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে সোমবার পাকিস্তানের সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে খবর টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে অসুস্থ বোনকে দেখতে ব্যক্তিগত সফরে আব্বাসি যুক্তরাষ্ট্রে যান। এর মধ্যেই অনির্ধারিত এক বৈঠকে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে একজন প্রধানমন্ত্রী হিসেবে অমর্যাদাকরভাবে আব্বাসির শরীর তল্লাশির ঘটনার পাকিস্তানের এক টেলিভিশন উপস্থাপক ক্ষোভ প্রকাশ করে বলেন,“ব্যক্তিগত সফরের কথা বলায় তার লজ্জিত হওয়া উচিত। তিনি প্রধানমন্ত্রী, তার কূটনৈতিক পাসপোর্ট আছে, এ কারণে কোনো সফরই আর ব্যক্তিগত হতে পারে না। তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, অবশ্যই আপনার জন্য সুনির্দিষ্ট প্রটোকল আছে, যখন আপনি ২২ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন।”
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here