যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশ্যাল মিডিয়ায় আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই

0
387

খবর৭১:এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশ্যাল মিডিয়ায় আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করা হবে। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনকে আবেদনকারীর অতীতে ব্যবহৃত ফোন নম্বর, ই-মেইল ঠিকানার তথ্য জানাতে হবে।

এই তথ্যগুলো ভিসা দপ্তরে দিতে হবে যাতে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো ব্যক্তির হাতে ভিসা না যায়। বৃহস্পতিবার মার্কিন প্রশাসন এই নতুন নীতি চালু করেছে।
জানা গেছে, নতুন নিয়মের কারণে ৭ লাখ ১০ হাজার অভিবাসী এবং ১ কোটি ৪০ লাখ অভিবাসী নন এমন ভিসা আবেদনকারীর ওপর প্রভাব পড়বে। আবেদনকারী সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কার্যক্রম চালিয়েছেন, কোন-কোন গ্রুপের সঙ্গে যুক্ত বা কী ধরনের পোস্ট করে থাকেন তার সবই খতিয়ে দেখবে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রশাসন বলছে, আবেদনকারী ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর কি না তা তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট এবং কার্যক্রম দেখেই বিচার করা হবে। এমনকি আবেদনকারীর পরিবারের কোনো সদস্য জঙ্গি কার্যক্রমে যুক্ত কি না তাও খতিয়ে দেখা হবে। এসব তথ্য জানাতে ভিসা আবেদনকারীকে ৬০ দিনের সময় দেওয়া হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here