যুক্তরাজ্যে দুই বাংলাদেশিকে হত্যায় দু’জনের যাবজ্জীবন

0
480
ছাতকে বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমান আদালত ৬টি সংযোগ বিচ্ছিন্নসহ ১০ মামলা

খবর৭১ঃ যুক্তরাজ্যের নিউক্যাসলে বাংলাদেশি দুই ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত। গত বছরের অক্টোবরে ডাকাতিকালে ওই দু’জনকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্তরা।

নিউক্যাসলের স্থানীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড আপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাদাদেনির আঞ্চলিক আদালত গত ১৫ আগস্ট এ রায় দেয় বলে জানিয়েছেন ওসিজওয়েনি পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন সিফো এনকোসি।

নিহত দু’জন ওসিজওয়েনি শহরে দোকান চালাতেন। ক্যাপ্টেন সিফো বলেন, মনগেজি সিবায়া (২৮) ও এমবঙ্গিসেনি জুলু (২৫) হত্যাকাণ্ডে জড়িত থাকায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ঘর ভাঙার অপরাধে তাদের ১৫ বছর করে জেলও দিয়েছেন আদালত। নিহতরা হলেন মোশারফ হোসেন (৩৩) ও লিমর মীর (২৫)।

সিফো আরও জানান, গত বছরের ২৫ অক্টোবর মোশারফ ও লিমরকে ছুরিকাঘাতে হত্যা করে মাথা ছিন্ন করা হয়। একই সঙ্গে দু’জনের মালিকানায় থাকা ওই দোকানে লুটপাট চালায় হত্যাকারীরা। ওই মাসেই তাদের গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here