যশোরে পৌর কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়শনের সভা অনুষ্ঠিত

0
355

চৌগাছা (যশোর) সংবাদদাতা :বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়শনের যশোর জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় যশোর পৌরসভা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা সুবিধা পাওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮,২৯ ও ৩০ জানুয়ারী ২০১৮ দেশব্যাপী সকল পৌরসভায় সব সেবা বন্ধ রেখে জেলা সদরের পৌরসভা কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। সভায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি জেলার ৮টি পৌরসভা যশোর পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মকছেদ আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনি, কর্মচারী এ্যাসোসিয়শন চৌগাছা পৌরসভার নেতা কলিমুল্লাহ সিদ্দিক ও মুকুরুল ইসলাম, বেনাপোল পৌরসভার রফিকুল ইসলাম ও মফিজুর রহমান, বাঘারপাড়া পৌরসভার নুরুল ইসলাম ও হাছিব আল মামুন, ঝিকরগাছা পৌরসভার মুকুল সিদ্দিক ও কামরুজ্জামান, মনিরামপুর পৌরসভার বিষ্ণুপদ, কেশবপুর পৌরসভার পলাশ সিংহ প্রমুখ। এদিকে গত ২২ জানুয়ারী পৌর কর্মচারীদের মানবেতর জীবন যাপনের কথা তুলে ধরে মহান জাতীয় সংসদে যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আমনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বক্তব্য দেয়ায় সভায় মাননীয় সাংসদকে পৌর কর্মচারী এ্যাসোসিয়শন যশোর জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here