যশোরের বেনাপোলে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, অাটকের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

0
301

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বেনা‌পো‌লে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টু‌য়ে‌ন্টিফোরের বেনাপোল প্রতিনিধি অালহাজ্ব বকুল মাহবুবের বাড়িতে শনিবার (০৩ মার্চ) রাতে দুর্ধষ্য ডাকাতির ঘটনায় অাসামিদের অাটকের দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে শার্শা সাংবা‌দিক সমাজ।

সোমবার (০৫ মার্চ) সকাল ১০ টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ মানব বন্ধন করেছে বেনাপোল ও শার্শায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। প্রেসক্লাব বেনাপোলেরর সভাপতি অালহাজ্ব মহাসিন মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
প্রেসক্লাব বেনাপোলের সহ-সভাপতি অালহাজ্ব জামাল হোসেন, সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, বন্দর প্রেস ক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক অাজিজুল হক, অাব্দুল মান্নান, অাহম্মাদ অালী শাহিন, বেনাপোল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাজেদুর রহমান। এসময় অারো উপ‌স্থিত ছি‌লেন শার্শা উপ‌জেলার সকল সাংবা‌দিক বৃন্দ।
এসময় সাংবাদিক নেতারা অাগামী এক সপ্তাহের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িতের অাটকের অাহবান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অাসামিদের অাটক করা না হলে, কলম বিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হ‌বে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here