যশোরের নাভারন থেকে ভারতীয় পন্যসহ তিনজন আটক 

0
251
জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও বিভিন্ন পন্যসহ তিন চোরাচালানিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬, যশোর।
শুক্রবার নাভারন বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক চোরাকারবারিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আজিজুল মুন্সির ছেলে আনারুল ইসলাম মুন্সি (১৯), মৃত আকমল মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (২১) এবং সোহরাব সরদারের ছেলে রজব আলী সরদার (২১)।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কে নাভারন বাজারে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ থেকে ভারতীয় ২১৬ কৌটা সুরভি জর্দা, ৯৩০ কৌটা স্কিন শাইন ক্রিম, ৩৫ কেজি পটকাবাজি ও ১৭ কেজি আতশবাজি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here