মুরাদনগরে ৪ তলা স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

0
225

মো: রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে মোচাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরীর উপস্থাপনায় ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল আলম সাধন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত।
এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সাহেদ, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য আবু ইউসুফ, মাও: খোরশেদ আলম।
আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, রুহুল আমিন, আব্দুল কাইয়ূম ভূঁইয়া, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হানিফ মিয়া, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, শফিক তুহিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওমর ফারুক প্রমূখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here