মুক্তিযোদ্ধা কোটা ৩০% পুর্নবহালের দাবীতে বাগেরহাটে প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি

0
330

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে বাগেরহাটের কচুয়ায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বরাবর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে খোন্দকার নিয়াজ ইকবাল এ স্মারক লিপি তুলে দেন।এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু, শিকদার হাবিবুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, আলী আকবর, খোন্দকার সামচুল হক, তুষার রায় রনি, আ.সাত্তার তালুকদার, হাবিবুর রহমান মীরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।এর আগে তারা গত রবিবার মুক্তিযোদ্ধা কোটা ৩০% পুর্নবহালের দাবীতে কচুয়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here