মিয়ানমারকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

0
350

খবর৭১:মিয়ানমারে ৪ কোটি ৮০ লাখ ডলারের উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএসএইড। মিয়ানমারের সবচেয়ে অনুন্নত রাজ্য কায়াহ।

রাজ্যটিতে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। সেখানে ওই অর্থ দিয়ে মৌলিক সেবা খাতগুলোর উন্নয়নে পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউএসএইড।
এক বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মারসিয়েল বলেন, ‘মিয়ানমারের জনগণ, বিশেষ করে সংঘাতকবলিত সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, তা অব্যাহত থাকবে। ‘

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারে গণতান্ত্রিক পটপরিবর্তনকে সমর্থন করে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গ্রুপ, সুশীল সমাজ ও সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুমোদন করে যুক্তরাষ্ট্র। ‘

ইউএসএইডের ওই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘অ্যাডভান্সিং কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন সাউদার্ন মিয়ানমার’। যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করবে স্থানীয় চারটি সংগঠন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here